তারাগঞ্জে হতদরিদ্র ও ভূমিহীন ৯০টি পরিবারের মাঝে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে হতদরিদ্র ও ভূমিহীন ৯০টি পরিবারের মাঝে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় গুভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গৃহ হস্তান্তরের উদ্বোধন করলে সারা দেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে উপজেলা পরিষদের হল রুমে ৯০জন সুবিধাভোগীর মাঝে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ রুবেল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম, থানার ওসি (তদন্ত) জহুরুল হক, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকতার্ আলতাফ হোসেন, হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায় প্রমুখ।