৩১ ভাদ্র, ১৪৩১ - ১৫ সেপ্টেম্বর, ২০২৪ - 15 September, 2024
amader protidin

ঘোড়াঘাটে বিএনপির আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষায় আলোচনা সভা

আমাদের প্রতিদিন
1 month ago
53


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সারাদেশে চলমান পরিস্থিতিতে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার রানীগঞ্জ বাজারে আবু সাঈদ মার্কেটের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ৩নং সিংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম কাজীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান লাভলু, জেলা বিএনপির সদস্য শাহ মো. সাইফুল হোসেন চৌধুরী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সারাদেশের চলমান আইন শৃংখলা পরিস্থিতিকে পুঁজি করে বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেনো কোনো ধরনের অপকর্ম না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা কোন দলাদলি করে এলাকায় শান্তি শৃঙ্খল ভাবে বসবাস করতে চাই।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আইনুল হক সুজন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক পল্লব মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিদুল ইসলাম, সদস্য সচিব রাজীব আল রাজী প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়