৩১ ভাদ্র, ১৪৩১ - ১৫ সেপ্টেম্বর, ২০২৪ - 15 September, 2024
amader protidin

পীরগঞ্জে ভাঙচুর মন্দির পরিদর্শন করলেন সেনাবাহিনী

আমাদের প্রতিদিন
1 month ago
126


পীরগঞ্জ প্রতিনিধি:

প্রতি বছরের চৈত্র সংক্রান্তিতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ঢাক-ঢোল-কাশি বাজিয়ে মন্ত্রের পাঠের মাধ্যমে দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিবপুর শ্রীশ্রী চন্ডী ঠাকুরানী কালীমন্দির পূজা করে আসছিলেন।

সরকার পতনের দুই দিনের মাথায় গভীর রাতে মন্দিরে হামলা করে চন্ডী ঠকুরের প্রতিমা ভাংচুর, টিন ও কাঠের তৈরী মন্দিরের ঘরটি নিশ্চিহ্ন করে, মন্দিরের ভিটামাটি কোদাল দিয়ে কেটে চুন্ন-বিচূর্ণ করে দুর্বৃত্তরা।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহতাশিম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সার্কেল এসপি রাসেল রানা, পীরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ খায়রুল আনাম, সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীরসহ সেনা ও পুলিশ সদস্যরা।

এসময় চণ্ডী ঠাকুরানী কালীর মন্দিরের ভক্তবৃন্দের উদ্দেশ্যে পরিদর্শক বৃন্দ বলেন আপনাদের কি অভিযোগ আমাদের দেন, আপনারা আপনাদের মত পূজা অর্চনা করতে থাকেন কেউ বাধা দিলে আমাদেরকে জানান।

 

সর্বশেষ

জনপ্রিয়