বিরলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে পৃথক পৃথকভাবে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আয়োজিত কর্মসূচিতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর—২ (বিরল—বোচাগঞ্জ) সংসদীয় আসনে ২০১৮ সালে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল এর সভাপতিত্বে সদস্য সচিব মুবাশে^র হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ—সভাপতি রেজাউল ইসলাম বাদশা, শরিফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ। আলোচনা শেষে বর্ণাঢ্য র্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
অপরদিকে, বিরল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের পৃথকভাবে গৃহিত কর্মসুচী পালনের শুরুতে মঙ্গলাবার সকালে পৌর বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল। পরে এক বণার্ঢ্য র্যালী বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সহসভাপতি মোজাহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম সধারন সম্পাদক আ ন ম বজলুর রশিদ। আলোচক হিসেবে ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোমিনুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম ও শাহ আলম এর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, সাধারন সম্পাদক নুর জামাল (সোনাহার), জেলা বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক নুর ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান, তাঁতী দলের আহবায়ক লুৎফর রহমান, শ্রমিক দলের আহবায়ক একরামুল হক চুন্নু, কৃষকদলের সিনিয়র সহসভাপতি মোল্লা কাজল, ছাত্র দলের আহবায়ক সুমন রেজা প্রমুখ বক্তব্য রাখেন।