কুড়িগ্রামে নৈতিক সমাজ জেলা শাখার উদ্যোগে নির্বাচনের আগেই সমাজ সংস্কার ও রাষ্ট্রমেরামত ভিওি স্থাপন মুলক সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে নৈতিক সমাজ জেলা শাখার উদ্যোগে নির্বাচনের আগেই সমাজ সংস্কার ও রাষ্ট্র মেরামতের ভিত্তি স্থাপন মূলক এক আলোচনা সভা মঙ্গলবার পৌর অডিটরিয়াম হল কলেজ মোড়ে অনুষ্ঠিত হয়।উক্ত সংস্কার ও নির্বাচন :নাগরিক ও রাজনৈতিক ভাবনা আলোচনায় রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল আমসাআ আমিন অব: সাবেক রাষ্ট্রদূত ও প্রতিষ্ঠাতা সভাপতি নৈতিক সমাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএম মহিবুল হক খোকন নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী কুড়িগ্রাম, আশরাফ আলী সাব রেজিস্ট্রার, এ্যাডভোকেট সেলিম সেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টসহ,তাজুল ইসলাম তাজসহ প্রমুখ।
নৈতিক সমাজের আলোচনায় নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম মহিবুল হক খোকন জানান রাষ্ট্রের প্রতিটি সেক্টর সংস্কার করে দেশে নির্বাচন ব্যবস্থা দিলে একজন দিনমজুরও রাষ্ট্র পরিচালনার যে কোন নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাঁর সততার মাধ্যমে জয় নিশ্চিত।
প্রধান অতিথি মেজর জেনারেল আমসা আমিন জানান দেশের সর্বোচ্চ শক্তি সাধারণ জনগণ। দেশ ও জনগণের স্বার্থে সঠিক ও সুষমভাবে দেশ পরিচালনা করতে হবে।