২৯ আশ্বিন, ১৪৩২ - ১৪ অক্টোবর, ২০২৫ - 14 October, 2025

যেসব ফল একসঙ্গে খেলে হতে পারে বিপত্তি

আমাদের প্রতিদিন
1 year ago
327


লাইফস্টাইল ডেস্ক:

সব কিছুরই মাত্রা আছে। আছে ভালো দিক, আবার খারাপ দিক। ফল খেলে এমনিতে কোনো অপকারিতা নেই। তবে কিছু ফল একসঙ্গে খাওয়া ঠিক নয়। জেনে নিন যেসব ফল আমাদের একসঙ্গে খাওয়া ঠিক নয়।

ফলের উপকারিতা নিয়ে সন্দেহ প্রকাশের জায়গা নেই। যে কোনো ফল খাওয়া ভালো। এতে কোনো অপকারিতা নেই। তবে কিছু ফল আছে, যা একসঙ্গে খাওয়া ঠিক নয়। কিংবা একসঙ্গে খেলে এর অপকার হবে। এবং খেলে শরীরে সমস্যা দেখা দিতে পারে।

১. অনেকেই পেঁপের ওপর লেবুর রস ছড়িয়ে খান। এতে স্বাদ অনেক গুণ বেড়ে গেলেও এ দুটি ফল একসঙ্গে খাওয়া ঠিক নয়। পেঁপে ও লেবু একসঙ্গে খেলে রক্ত স্বল্পতা এবং হিমোগ্লোবিনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। সুস্থ থাকতে এই দুটি ফল একসঙ্গে না খাওয়াই ভালো।

২. পেয়ারাতে অ্যাসিডজাতীয় উপাদান থাকে। অন্যদিকে কলাতে শকর্রার ভাগ বেশি। শর্করা আর অ্যাসিড যদি একসঙ্গে জোট বাঁধে, সে ক্ষেত্রে গ্যাস, অম্বল, বদহজম, মাথা ঘোরা— এমনকি ক্লান্তির মতো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।

৩. আঙুর এমনিতে শরীরের জন্য খুবই উপকারী। তবে বেশি খেলে অম্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ সমস্যা আরও বড় আকারে দেখা দিতে পারে, যদি আঙুরের সঙ্গে খেজুর খান। আঙুর ও খেজুর একসঙ্গে খাওয়া ঠিক নয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth