লালমনিরহাটে ফেনসিডিলসহ ০১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩

নিজস্ব প্রতিবেদকঃ
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় লালমনিরহাট থেকে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ ০১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১২ অক্টোবর) সকালে র্যাব-১৩ রংপুর, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন বালারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে (শীর্ষ মাদক ব্যবসায়ী) আব্দুর রহমানকে (২৩) বসতবাড়ীর পেছনের ধানক্ষেত থেকে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে ও একই এলাকার আব্দুর রেজ্জাকের ছেলে পাভেল (২৫) র্যাবের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।