এসিআই কোম্পানীর আঞ্চলিক ব্যবস্থাপক সাজুর মৃত্যুতে শিল্পপতির শোক
আসাদুল ইসলাম, সুন্দরগঞ্জ:
এ সি আই কোম্পানিতে কর্মরত আঞ্চলিক ব্যবস্থাপক সাজু আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সুন্দরগঞ্জের কৃতিসন্তান এবং রুটেক্স প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি রুহুল আমিন সরকার।
আজ (১৬ অকেক্টাবর) বুধবার দুপুরে এক শোকবার্তায় তার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
এর আগে মঙ্গলবার আনুমানিক রাত ১১:৫০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়েছে।
মরহুম সাজু আহমেদের প্রথম জানাযার নামাজ আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় তার নিজ বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর পুটিমারী গ্ৰামে অনুষ্ঠিত হবে।