১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

সিলিন্ডার গ্যাসের নির্ধারিত দাম মানছে না ব্যবসায়ীরা গঙ্গাচড়ায় বাড়তি মূল্য দিতে হচ্ছে  ক্রেতাদের

আমাদের প্রতিদিন
1 month ago
160


নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

রংপুরের গঙ্গাচড়ায় বাড়তি দামে বিক্রি করা হচ্ছে এলপিজি গ্যাসের বোতল। ক্রেতাদের  বাড়তি দিতে হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা।

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ১২ কেজির এলপি গ্যাসের প্রতিটি বোতল বিক্রি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর কোনো প্রতিকারে উদ্যোগ নিচ্ছে না। ফলে ভোক্তারা বাধ্য হয়েই বেশি দামে কিনছেন।

গ্যাসের বোতল বিক্রি করা দোকানে নির্ধারিত মূল্যতালিকা টাঙ্গানোর নির্দেশনা থাকলেও তা  মানছেন না কোন ব্যবসায়ী।

গত অক্টোবর মাসে  প্রতি ১২ কেজি সিলিন্ডারের দর নির্ধারণ করা হয় ১ হাজার ৪৫৬ টাকা। কিন্তু নির্ধারিত দামের চেয়ে আরো ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি রাখছেন খুচরা বিক্রেতারা।

গঙ্গাচড়া বাজার, মন্থনা বাজার, বড়াইবাড়ি বাজার ঘুরে দেখা গেছে, দোকানে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম রাখা হচ্ছে ১৫০০-১৫৫০ টাকা পর্যন্ত। কোনো কোনো দোকানে আরো বেশি দামে বিক্রি করা হচ্ছে। অথচ গত মাসের শুরুতেই ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার বোতলের দাম ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করে বিইআরসি।

খুচরা বিক্রেতারা জানান , সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কোম্পানির কাছ থেকে তাদরকেই বেশি দামে কিনতে হচ্ছে। ফলে ভোক্তা পর্যায়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, সরকার নির্ধারিত দাম ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ দাম বেশি রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth