লালমনিরহাটে সড়ক দূর্ঘটনায় আ’লীগ নেতা নিহত
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফিরোজ হোসেন জিহাদ বাবু (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতা মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের তেঁতুলতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। তিনি ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন আওয়ামী লীগ নেতা ফিরোজ হোসেন জিহাদ বাবু। এ সময় কালভৈরব বাজারের তেঁতুলতলা ব্রীজে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।