ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো হাবিপ্রবি কর্মচারীর
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর-রংপুর মহাসড়কে বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেছে আব্দুল মান্নান (৪৪) নামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (হাবিপ্রবি) এক কর্মচারীর।
সোমবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ের অদুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর গ্রামের মাজেদুর রহমানের ছেলে। আব্দুল মান্নান দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাবিপ্রবি’র কর্মকর্তারা জানান, সোমবার অফিসের কাজকর্ম শেষে মোটরসাইকেলযোগে বাড়ী ফিরছিলেন আব্দুল মান্নান। বেলা সোয়া ৩টার দিকে তিনি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় অতিক্রম করার পর বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তার মোটরসাইকেটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে তার মাথা পিষ্ট করে দিয়ে ট্্রাকটি পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মান্নান।
এই ঘটনার পর কোতয়ালী পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ছুটে আসে হাবিপ্রবি’র কর্মকর্তা ও তার সহকর্মীরা। আব্দুল মান্নানের বিভৎস মরদেহ দেখে শোকে মুহ্যমান হয়ে পড়েন হাবিপ্রবি’র কর্মকর্তা ও কর্মচারীরা।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোঃ মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দুরে জামতলী নামক স্থানে ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ ও স্থানীয়রা।