১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৪ ডিসেম্বর, ২০২৪ - 04 December, 2024

বিরলে ১ নারী মাদক ব্যবসায়ীসহ ২ জনের ১ বছর করে কারাদন্ড

আমাদের প্রতিদিন
1 week ago
54


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুরের বিরলে মাদক বিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী ও ১ জন মাদকসেবীকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ড প্রাপ্তরা হলেন বিরল পৌর শহরের সুইপার কলোনীর মৃত তৃষ্ণা এর স্ত্রী মাদক ব্যবসায়ী ফুলমতি (৪৫) ও শংকরপুর গ্রামের ছইফুর রহমান এর ছেলে মাদকসেবী শাহিন (৩১)।

ওই আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ।

বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ বিরল থানার পুলিশকে সাথে নিয়ে উপজেলার পৌর শহরে সুইপার কলোনীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ফুলমতি (৪৫) হিরোইন বিক্রির সময় হাতে নাতে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৪ পুড়িয়া হিরোইন এবং শংকপুর গ্রামের ছইফুর এর ছেলে মাদকসেবী শাহিন (৩১) কে ১ পুড়িয়া হিরোইনসহ আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ আটক মাদক ব্যবসায়ী ফুলমতি ও মাদকসেবী শাহিনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ডাদেশ প্রদান করে। রোববার থানা পুলিশ এর মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth