২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

রংপুরে সনাতন জাগরণজোটের বিক্ষোভ মিছিলে হামলা : আহত ৪

আমাদের প্রতিদিন
1 week ago
126


সড়ক অবরোধ করে বিক্ষোভ নিয়ন্ত্রণে সেনাবাহিনী-পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে আজ (২৫ নভেম্বর) সোমবার রাত ৯টায় সনাতন জাগরণ মহাজোট ডাকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মিছিলে হামলা চালিয়ে একদল দুর্বৃত্ত। এতে আহত হয়েছেন সনাতন ধর্মের চারজন। এদের মধ্যে ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে আনেদালনকারী বিক্ষোভ মিছিল করতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাত সাড়ে ৯টায় এ খবর লেখা পর্যন্ত পুলিশ-সেনাবাহিনী সেখানে কাজ করছিল। মিছিলে হামলার খবর ছড়িয়ে পড়লে প্রেসক্লাবের সামনে শতশত সনাতন ধর্মের লোকজন জড়ো হতে থাকে। পরিস্থিতি ক্রমাগত অবনতি হতে থাকলে সেখানে দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে একজন গণমাধ্যম কর্মী এই ঘটনার ছবি তুলতে গেলে মিছিলকারীদের হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইস্কন নেতা সনাতন জাগরন মহাজোটের ডাকে কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সংগঠনের নেতাকর্মীরা মিছিল শুরু করলে কয়েকজন যুবক মোটর সাইকেলে এসে তাদের মিছিলে হামলা চালায়, এতে জীবন,স্বপন চন্দ্র দাস, মৃন্ময় মজুমদারসহ ৪জন। তাদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আন্দোলনকারী স্বপন চন্দ্র দাস বলেন। এখবর লেখা পর্যন্ত সেখানে আন্দোলনকারীরা প্রেসক্লাব-জাহাজকোম্পানী মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিল। পুলিশ-সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রনে কাজ করছিল।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth