ফুলবাড়ীতে জুলাই-আগষ্টে আহত ও শহীদদের স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত
আঞ্চলিক প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুন্থানে আহত ও শহীদদের স্মরনে এক
স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ নভেম্বর) বুধবার উপজেলা প্রশাসন এর আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রেহনুমা তারান্নুম। এসময় উপজেলায় আহত ছাত্রদের মধ্যে আনোয়ারুল হক রানা, বিষ্ণু চন্দ্র সেন, বিপুল হাসান, মারুফ হাসান স্মরন সভায় উপস্থিত থেকে গত ৪ আগষ্টে সারা দেশের ন্যায় ফুলবাড়ী উপজেলায় অনুষ্ঠিত ছাত্র জনতার আন্দোলনের বিভিশিখাময় দিনটির কথা স্মরন করেন। সভা শেষে সকল আহত ও শহীদদের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় আরোও বক্তব্য রাখেন- উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্যও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রোজিনা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, অফিসার ইন্চার্জ ছানোয়ার হোসেন, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, সাংবাদিক ইউনুছ আলী আনন্দ এবং ছাত্র প্রতিনিধি স্বাধীন মিয়া,সবুজ মিয়া ও আরিফ হোসেন প্রমুখ।