২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

হিলির ফোর লেন রাস্তার কাজ পরিদর্শন করছেন জেলা প্রশাসক

আমাদের প্রতিদিন
1 week ago
59


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলি স্থলবন্দরের ফোর লেন রাস্তার কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।আজ (৩০ নভেম্বর) শনিবার দুপুরে হিলি চারমাথা মোড়ে তিনি রাস্তার কাজ পরিদর্শন করেন। এসময় হিলি নাগরিক কমিটির পক্ষ থেকে হিলি চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত রাস্তার ভূমি অধিগ্রহন জটিলতার সমস্যার সমাধানের জন্য স্মারক লিপি দেওয়া হয়।

হিলি নাগরিক কমিটির পক্ষ থেকে দাবীগুলো হচ্ছে, দ্রæত ভাল মানের সরকারি পলিটেকনিক স্কুল এন্ড কলেজ নির্মান করতে হবে, হিলি জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত ২ কিলোমিটার ভূমি অধিগ্রহণ শেষ করে রাস্তার কাজ দ্রæত শেষ করতে হবে, হিলি রেলস্টেশনে সকল প্রকার আন্তনগড় ট্রেনের যাত্রা বিরতীসহ রেলের ওয়াগনের মাধ্যমে পণ্য খালাসের ব্যবস্থা করতে হবে, হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের আধুনিকায়ন করতে হবে, হিলি স্থলবন্দরে স্থায়ী ট্রাক টার্মিনালের ব্যবস্থা করতে হবে এবং সরকারি ভাবে খেলার মাঠ নির্মান করতে হবে। 

উপরোক্ত বিষয়ে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম রাস্তার অধিগ্রহনসহ সকল কাজা খুব দ্রুত করা হবে বলে আশ্বাস দেন। 

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এ আজিজ, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হাকিমপুর উপজেলার বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন, হাকিমপুর থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকেই।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth