গঙ্গাচড়ায় জামায়াতের বিশাল বিজয় র্যালী
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা জামায়াত অফিস প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালী বের হয়ে উপজেলার সরকারি কলেজ, মহিলা কলেজ সড়কসহ গুরুপ্তপূর্ন সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা ডাকবাংলো চত্বরে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। আলোচনা সভায় উপজেলা আমীর মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী রায়হান সিরাজী। এসময় আরো উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নায়েবে আমীর অধ্যাপক তাজ উদ্দিন, সেক্রেটারী সাইফুল ইসলাম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারি অফিস সম্পাদক ও সাবেক রংপুর জেলা সভাপতি মোবাইদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মাওলানা সোয়াইবুর রহমান, সদর ইউনিয়ন আমীর মনিছুর রহমান, বড়বিল ইউনিয়ন আমীর সোহাগ রহমান, বেতগাড়ী ইউনিয়ন আমীর শাহ আলম, আলমবিদিতর ইউনিয়ন আমীর মাওলানা সামিউল ইসলাম, নোহলী আমীর মাওলানা রফিকুল ইসলাম, লক্ষীটারী ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম, গজঘন্টা সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন সূজা প্রমুখ।