কুড়িগ্রামে ৬ লক্ষাধীক টাকা মূল্যের বিপুল পরিমান মাদক আটক করেছে বিজিবি
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৩৩২ বোতল মদ ও ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে জামালপুর-৩৫
বিজিবি। আটককৃত এসব মাদকের আর্থিক মূল্য প্রায় ৬ লাখ ১৮ হাজার টাকা।
উপজেলার সদর ইউনিয়নের নওদাপাড়া ও ইজলামারী সীমান্ত এলাকা থেকে এসব মাদক আটক করে রৌমারী ও ইজলামারী ক্যাম্পের বিজিবি সদস্যরা। জামালপুর- ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো.হাসানুর রহমান (পিএসসি) বলেন,
সীমান্তে সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি। চোরাকারবারি যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।