গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়ন বিএনপি'র আহবায়ক মীর কাশেম মিঠু ও সদস্য সচিব আব্দুল মাবুদ এর নেতৃত্বে গঠিত সকল ওয়ার্ড কমিটিসহ ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে
মর্নেয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে মর্ণেয়া ইউনিয়নের খলিফার বাজার এলাকায় এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মর্ণেয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হক ও আব্দুস সোবহান ওরফে খোকা মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাবেক সহ-সভাপতি সাহাজুল ইসলাম, সাবেক ছাত্রদল সভাপতি তোফাজ্জল হক ও আবু তাহের, সাবেক যুবদল সভাপতি আফসারুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক বাবুল মিয়া, যুবদল সদস্য রিয়াজুল, সাবেক সহ-সভাপতি সাহাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এ্যাড. আব্দুল মতিন, সুজন মিয়া, লিটন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, মর্ণেয়া ইউনিয়ন বিএনপি'র আহবায়ক মীর কাশেম মিঠু ও সদস্য সচিব আব্দুল মাবুদ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসর। তারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় দলীয় নির্দেশনা অমান্য করে ইউনিয়ন, উপজেলা ও জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির প্রার্থীদের পক্ষে কাজ করেন। বর্তমানে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের সময় তারা গোপনে নিজেদের লোককে সদস্য ফরম দিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বিএনপি'র ছত্রছায়ায় পুনর্বাসিত করছে। তাই আমরা মর্নেয়া ইউনিয়ন বিএনপি ও ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মর্নেয়া ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক মীর কাশেম মিঠু জানান, আমার চাচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তার সাথে কথা বলছিলাম, সে সময় নৌকা প্রতীক পাশে থাকার ছবিটি সংগ্রহ করে আমার প্রতিপক্ষরা ব্যবহার করছে।