৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

ডোমারে বিজয়ের ৪র্থ দিনে মঞ্চায়িত হয়েছে নাটক "নীল ললিতার গীত"

আমাদের প্রতিদিন
4 weeks ago
52


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

নীলফামারীর ডোমার নাট্য সমিতি মঞ্চের ইতিহাস,ঐতিহ্য ও গৌরবের ১৩২ বছর উৎযাপনের পাশাপাশি সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসবের ৪র্থ দিনে রংপুর নাট্য কেন্দ্রের পরিবেশনায় রংপুরের আঞ্চলিক ভাষায় নির্মিত বিখ্যাত জনপ্রিয় পালা নাটক "নীল ললিতার গীত" নাটকটি মঞ্চায়িত হয়েছে।

গতকাল  শুক্রবার ২০শে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় ডোমার নাট্য সমিতি মঞ্চে "নীল ললিতার গীত" নাটকটি মঞ্চায়িত হয়। নাটকটির রচনা ও পরিচালনায় সায়িক সিদ্দিকী, পরিবেশনায় রংপুর নাট্য কেন্দ্র।

ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।

ডোমার নাট্য সমিতি মঞ্চের বিজয় সাংস্কৃতিক উৎসবের ৪র্থ দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, সাবেক সভাপতি ডোমার নাট্য সমিতি। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, পৌর কমান্ডের সাবেক কমান্ডার ও সাবেক সাধারণ সম্পাদক নাট্য সমিতি। বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক সহ-সভাপতি নাট্য সমিতি।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ সহ সাংস্কৃতিক অঙ্গনের কলা কৌশুলিবৃন্দরা উপস্থিত ছিলেন।

নাট্য অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এবং রংপুর নাট্য কেন্দ্রের কলাকৌশুলী এবং নাট্য শিল্পীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় প্রমি মটরস,ধান শালকি এগ্রো, স্নেহলতা কসমেটিক, পালকী বিতান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth