তারাগঞ্জে ডাঙ্গীরহাট গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজের উদ্বোধন
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে ডাঙ্গীরহাট গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টায় উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাঙ্গীরহাট বাজারের পাশে ডাঙ্গীরহাট গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজ এর উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি ও চান্দের পুকুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কায়দে আজম লিটন। এসময় উপস্থিত ছিলেন হাড়িয়ারকুঠি ইউনিয়ন বিএনপির আহবায়ক ওবাইদুল হক, সদস্য সচিব ও ডাঙ্গীরহাট স্কুল ও কলেজের সহকারি শিক্ষক বাবুল হোসাইন, বড়গোলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জলিলুর রহমান, চান্দেরপুকুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মতিয়ার রহমান, ডাঙ্গীরহাট বাজার সমিতির সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক মাসুম পাঠোয়ারি, এনজিও পদক্ষেপ এর ম্যানেজার আমিনুল ইসলাম, ইউপি সদস্য শাহজালাল, মজুমদার রহমান প্রমুখ।