রংপুরে আরপিএল সিজন-২ চুড়ান্ত খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে রংপুরে প্রিমিয়ার লীগ সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে ফাইনালে মুখোমুখি হয় ওয়াহেদ ডেভলপার ও মালঞ্চ রেস্টুরেন্ট। খেলায় ৭ উইকেটে মালঞ্চ রেস্টুরেন্টকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ওয়াহেদ ডেভলোপার। এর আগে গত ১৬ নভেম্বর রংপুর টেপ টেনিস ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে নগরীর ৮টি দলকে নিয়ে শুরু হয় আরপিএল সিজন-২। আয়োজক ও অতিথিরা বলেন, নিয়মিত বল মাঠে গড়ানোর লক্ষ্যে স্থানীয় নীয় ভাবে এমন টুর্নামেন্টে যুবসমাজেকে যেমন ক্রীড়া মুখী করবে তেমনি সমৃদ্ধ করবে দেশের ক্রিকেটকেও।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। রংপুর ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, বিশিষ্ঠ ব্যাবসয়ী আজিজুল ইসলাম আজিজ, দেশ প্রপার্টিজ এর পরিচালক এম এ মালেক, ল্যাড এইড এর ম্যানেজার এম এ শাহানুর রহমান। টুর্ণামেন্টের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, স্বজিব, জোসেফ, আরমান, তুষার, রাসেদ।