১০ মাঘ, ১৪৩১ - ২৪ জানুয়ারি, ২০২৫ - 24 January, 2025

বাংলাদেশের স্বার্থের প্রশ্নে দেশের মানুষ ভারতকে একবিন্দু ছাড় দিবে না: আখতার হোসেন

আমাদের প্রতিদিন
4 weeks ago
120


নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বের নামে বাংলাদেশের সম্পর্ক স্বামী-স্ত্রীর সম্পর্কে পরিণত করেছিল। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তাদের পতনের পর দেশের মধ্যে এখন ধর্মীয় দাঙ্গা লাগাতে অপচেষ্টা চালাচ্ছে।কিন্তু ভারতের সাধারণ জনগণের সঙ্গে বাংলাদেশের ছাত্র-জনতার আত্মার সম্পর্ক রয়েছে। তবে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে এ দেশের মানুষ ভারতকে একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নয়। ছাড় দিবেও না। এসময়  ভারতের বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে দেশের গণমাধ্যম কর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান।

আজ (২৪ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলা জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি। এরপর তিনি পীরগাছায় উপজেলায় আলোচনা সভায় অংশ নেন।

তিনি বলেন, গণতন্ত্রের নামে বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার হত্যা ও গুমে লিপ্ত ছিল। উন্নয়নের নামে তারা কোটি কোটি টাকা লুটপাট ও পাচার করেছে। খুনি হাসিনা সরকার ও তার দোসররা দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের সঙ্গে তামাশা করেছে, বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহিদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি গোটা দেশব্যাপী একটি রাজনৈতিক ভারসাম্য নির্মাণে কাজ করছে।

এসময় বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয় নাগরিক কমিটির সংগঠক মনিরুল ইসলাম সুমন আরিফুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির কাউনিয়া উপজেলা শাখার সংগঠক রমজান আলী, শামীম হোসেন, রফিকুল ইসলাম কনকসহ অনেকে। পরে আখতার হোসেন রংপুর টাউন হলে রংপুর মহানগর নাগরিক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth