৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

দিনাজপুরে ধুমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতি এবং প্রতিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
169


দিনাজপুর প্রতিনিধি:

বাংলাদেশে তামাক বন্ধের বর্তমান পরিস্থিতি : চ্যালেঞ্জ এবং সমাধানের পথ নিয়ে দিনাজপুরে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৯ ডিসেম্বর) দিনাজপুর শহরের পল্লীশ্রী’র হলরুমে আয়োজিত এই কর্মশালায় দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। এসময় ধুমপান এবং তামাকজাত দ্রব্যের ক্ষতি ও প্রতিকার বিষয়ক প্রাণবন্ত আলোচনায় বলা হয়- প্রতিবছর তামাকের কারণে ৮০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ ব্লাইন্ড মিশন (বিবিএম) এর আয়োজনে “দক্ষিণ এশিয়ার দেশগুলিতে তামাকের ক্ষতি কমানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি” প্রজেক্টের আওতায় শহরের বালুবাড়ীস্থ পল্লীশ্রী এনজিও হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় ধুমপান এবং তামাকজাত দ্রব্যের ক্ষতি ও প্রতিকার বিষয়ক উপস্থাপনা করেন জাতীয়ভাবে সনামধন্য উন্নয়ন কনসালটেন্ট শুভাশীষ চন্দ্র মহন্ত। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্লাইন্ড মিশনের এডমিন ও ফাইনান্স ম্যানেজার খন্দকার আবেদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড মিশনের প্রজেক্ট অফিসার তারেক মাহমুদ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth