৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

রংপুরে পিস্তলসদৃশ বস্তুসহ ৪ তরুণ-তরুণী আটক, প্রাইভেটকার জব্দ

আমাদের প্রতিদিন
2 weeks ago
30


মহানগর প্রতিবেদক:

রংপুর মহানগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন পার্কের মোড় এলাকা থেকে পিস্তলসদৃশ বস্তুসহ ৪ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন পার্কের মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি হলুদ রঙ্গের প্রাইভেটকার ( গাড়ী নং- ঢাকা মেট্রো ঘ ২১-২৮৮১) আটক করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ভেতরে থাকা পিস্তলসদৃশ সফট এয়ার গান উদ্ধারসহ চার তরুণ-তরুণী আটক করা হয়।

আটকরা হলেন নগরীর ধাপ কটকিপাড়ার তাসনিম স্বর্গ ও কলেজ পাড়ার সাদিয়া, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার হারুন-উর রশিদ মেহেদি ও একই এলাকার কাওসার আহমেদ সোলায়মান আলী।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পিস্তলটি আসল না নকল, তা আমরা খতিয়ে দেখছি। একই সঙ্গে গ্রেফতার দুই তরুণ অন্য কোনও অপরাধের সঙ্গে সম্পৃক্ত কিনা তাও জানতে হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

তবে সারা রাত থানায় আটকে জিজ্ঞাসাবাদে তেমন কোনও তথ্য মেলেনি বলে জানায় থানার একটি সূত্র। মূলত ওই চার তরুণ-তরুণী পার্কের মোড়ে চা পান করতে গিয়েছিলেন বলে জানা যায়। তাদের কাছে উদ্ধার হওয়া পিস্তলটি আসল পিস্তল নয়, এটি মূলত সফট এয়ার গান। থানা সূত্রটি আরও জানায়, আটক তরুণীদের বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকায় আপাতত তাদের ৫৪ ধারায় আদালতে চালান দেওয়া হবে বলে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth