গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
![](https://www.amader-protidin.com/storage/postpic/1735648337.webp)
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে সেলিম মিয়া নামে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার হয়েছে।
সেলিম মিয়া (৩০) গঙ্গাচড়া ইউনিয়নের ভুটকা গ্রামের আবুল কালাম এর ছেলে। গতকাল (৩০ ডিসেম্বর) সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভুটকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, সেলিম মিয়ার বিরুদ্ধে নরসিংদী জেলার পলাশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলা রয়েছে। সেই মামলায় আদালত আপীল সংক্রান্তে তাকে এক বছর সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং তিন মাস বিনাশ্রম কারাদন্ডের রায় দেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকা সেলিম মিয়াকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।