রংপুর জেলা ডিবি পুলিশের অভিযান, ভ্রাম্যমান আদালতে জেল
মহানগর প্রতিবেদক:
রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনরত অবস্থায় একজন অভিযুক্ত আটক। পরে ভ্রাম্যমান আদালত কর্তৃক ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার রংপুর জেলা ডিবি পুলিশের এসআই মোঃ আজিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন ১০নং বালুয়া মাসিমপুর ইউপি'র চৌধুরী গোপালপুর গ্রামস্থ জনৈক প্রতুল রায় চৌধুরীর আলু ক্ষেতের ভিতর হতে গাঁজা সেবনরত অবস্থায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সাগোয়ান এলাকার একতার আলীর ছেলে মোঃ আসাদুল হককে (৪০) আটক পূর্বক আলামত জব্দপূর্বক ভ্রাম্যমান আদালতে সোপর্দ্দ করলে আদালত ধৃত অভিযুক্তকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।