কাউনিয়ার হারাগাছ পৌরসভা পরিদর্শনে জেলা প্রশাসক
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় গ-শ্রেনীর হারাগাছ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। আজ ৭ জানুয়ারী মঙ্গলবার দুপুরে হারাগাছ পৌরসভার বিভিন্ন দাপ্তরিক কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক। পরে তিনি পৌরসভার পরিদর্শন কার্যক্রম বইয়ে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহিদুল হক, সহকারি কমিশনার ভুমি ও পৌর প্রশাসক লোকমান হোসেন, পৌর প্রকৌশলী হামিদুর রহমান, হিসাবরক্ষক (ভারপ্রাপ্ত) নুর ইসলাম সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা ও ছাত্র প্রতিনিধি রুবায়েত কবীর, সোহেল রানা, সুজন পারভেজ, রুবেল মিয়া, রাকিবুল হাসান, ইমরান কবির প্রমুখ। পৌরসভার কার্যক্রম পরিদর্শনের আগে পৌর চত্তরে নয়টি ওয়ার্ডের অসহায় দুস্থ শীতার্ত মানুষদের কম্বল বিতরন করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত হিসেবে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। গত অক্টোবরে তিনি পরিদর্শণে এসেছিলেন। পৌর নাগরিকদের সেবা যেন ব্যহত না হয়, সেদিকে খেয়াল রাখার নির্দে শনা দিয়েছিলাম। চেষ্টা চলছে পৌরসভার কার্যক্রমগুলি সঠিক ভাবে নিয়ে আসার জন্য। আমরা আশাবাদী এর সুফল পৌরবাসী ভোগ করবে।