৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

রংপুরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

আমাদের প্রতিদিন
1 week ago
65


মহানগর প্রতিবেদক:

রংপুর সদর উপজেলার জানকি ধাপেরহাটের বসুর পুকুর এলাকায় শাওন (১৫) নামে এক অটোরিকশা চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করেছে র্দুবৃত্তরা। এ সময় তাকে হত্যাকরে পাশের পুকুরে ফেলে যায় তারা।

সোমবার (৬ জানুয়ারি) রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনি ইউনিয়নের জানকি ধাপেরহাটের বসুর পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাওন জেলার মিঠাপুকুর উপজেলার আশকরপুর শঠিবাড়ি এলাকার সাহাবুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

রংপুর সদর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হোসেন জানান, রোববার ৫ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি শাওন (১৫)। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মিঠাপুকুর থানায় মৌখিকভাবে জানায়। পরে তার লাশ ওই পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যপারে জানতে চাইলে রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর হাত-পা বেঁধে অটোরিকশা নিয়ে গেছে র্দুবৃত্তরা। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও তদন্ত শুরু হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth