তারাগঞ্জে ‘সুশৃঙ্খল ও নিরাপদ সুরক্ষিত মহাসড়ককে মোটরযান চলাচলে লিফলেট বিতরণ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে ‘সুশৃঙ্খল ও নিরাপদ সুরক্ষিত মহাসড়ককে মোটরযান চলাচলে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ (১৫ জানুয়ারি) বুধবার দুপুরে তারাগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্রান্ডে মোটরযান চালক, সুপার ভাইজার ও যাত্রীসাধারণের দৃষ্টি আকর্ষণ করে লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ রিজিয়ন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান, তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম, সার্জেন্ট আরেফে রব্বানী প্রমুখ। এসময় মহাসড়কে চলাচলরত যানবাহন থামিয়ে সুশৃঙ্খল ও সুরক্ষিত মহাসড়ক গড়ে তুলতে বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করা হয়।