২ ফাল্গুন, ১৪৩১ - ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ - 14 February, 2025

কাউনিয়ায় ভাতিজার মারপিটে চাচার মৃত্যু

আমাদের প্রতিদিন
4 weeks ago
39


জমিতে ভেকু দিয়ে মাটি কাটায় বাধা দেয়ায়

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলায় ভাতিজাদের মারপিটে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম আমজাদ হোসেন (৫৫)। তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বুদ্ধিরবাজার এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে এবং শহীদবাগ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রোমান আহমেদ হৃদয়ের বাবা।

এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ। মামলায় দায়েরের পরপরই গোলাপী বেগম (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের মামাতো ভাই ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের সদস্য রাজু মিয়া বলেন, আমজাদ হোসেন সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি নিয়ে তাঁর ভাতিজা শহিদুলের বিরোধ চলছিল। এনিয়ে ল্যান্ড সার্ভে আদালতে মামলা চলামান রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বালাপালা ইউনিয়নের গের্দ্দবালাপাড়া চান্দের ভিটা এলাকায় শহিদুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোর পুর্বক ভেকু লাগিয়ে মাটি কাটার চেষ্টা করে। এসময় বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটতে বাধা দেন আমজাদ হোসেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে ভাতিজা শহিদুল ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমজাদ হোসেনকে মারপিট করলে তিনি ঘটনাস্থলেই আহত হন। এ সময় চিৎকারে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাত তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে যাওয়ার পথে তিনি মারা যান। পরে স্বজনরা নিহতের মরদেহ কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বুধবার সকালে সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এদিকে জমিজমার বিরোধকে কেন্দ্র করে শহীদবাগ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রোমান আহমেদ হৃদয়ের বাবাকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছে উপজেলা ছাত্রদল। বুধবার উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জাহিদ হাসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ দাবী জানানো হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, মঙ্গলবার রাতে গের্দ্দবালাপাড়া চান্দের ভিটা এলাকায় বিরোধপূর্ণ জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে মারামারির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। মারপিটে মৃত্যুর খবর পেয়ে নিহত আমজাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বড় ছেলে রায়হান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার এজাহারভুক্ত ৭ নাম্বার আসামী এক নারীকে গ্রেফতার করা হয়েছে ঘটনার সাথে জড়িত বাকীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে বলে জানান ওসি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth