৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

আমাদের প্রতিদিন
3 weeks ago
42


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর সিদ্দিক (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আবু বক্কর সিদ্দিক উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, আবু বক্কর পাশের গ্রামে দিন মজুরের কাজ করতে এসে ক্ষেতে কোঁদাল পাড়ছিলেন। তারপাশে একটি সেচ পাম্পের বৈদ্যুতিক লাইনের তার টানা থাকায় তিনি লাইনটি সরাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth