৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

মহেশপুর ইউনিট  জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতারণ

আমাদের প্রতিদিন
3 weeks ago
68


আঃ রহিম, পাগলাপীর রংপুর:

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১ নং মমিনপুর ইউনিয়নের , ১ নং ওয়ার্ডের উত্তর মহেশপুর ইউনিটের  উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।আজ (১৯ জানুয়ারি)  সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী র ১ নং ওয়ার্ডের উত্তর মহেশপুর ইউনিটের  উদ্যোগে শতাধিক গরীব অসহায় , দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ১ নং ওয়ার্ডের উত্তর মহেশপুর ইউনিটের  (সভাপতি)  ওবাইদুল  ইসলাম আপন। প্রধান অতিথি  হিসাবে উপস্থিত থেকে, ১ নং ওয়ার্ডের উত্তর মহেশপুর  গ্রামের অসহায় , দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রংপুর সদর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী (আমির) মাওলানা মোঃ মাজহারুল ইসলাম।  এসময় উপস্থিত ছিলেন ১ নং ওয়াডেৃর উত্তর মহেশপুর ইউনিটের বাইতুলমাল সম্পাদক  হাবিবুর রহমান। রংপুর সদর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী (আমির) মাওলানা মোঃ মাজহারুল ইসলাম সাংবাদিককে বলেন  আমরা  সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গরীব অসহায় , দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করে আসতেছি।    

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth