১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

হাকিমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
64


হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী হাকিমপুর প্রেস ক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে রোববার গতকাল(১৯ জানুয়ারি) রাত ৮টায় হিলি রেলস্টেশন সড়কে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা সাংবাদিকদের প্রতি সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সেই সঙ্গে কোনো পক্ষের কাছে বিক্রি না হওয়ার আহ্বান জানান বক্তারা। পরে প্রেসক্লাবের মৃত্যুবরণকারী সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এর পরে সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও জিটিভির হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলু, দৈনিক করতোয়ার হিলি প্রতিনিধি আলতাব হোসেন, দৈনিক যায়যায়দিন প্রত্রিকার হিলি প্রতিনিধি রমেন বসাক, বৈশাখি টিভির হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, দৈনিক যুগান্তর ও আমাদের প্রতিদিন পত্রিকার হাকিমপুর প্রতিনিধি আব্দুল আজিজসহ অনেকেই।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth