গঙ্গাচড়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার (১৯ জানুয়ারী) রাত একটার দিকে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে মহিপুর তিস্তা সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন একটি চক্র। গোপন সংবাদে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা অভিযান পরিচালনা করে একটি
বালুভর্তি ট্রলিসহ চালক সিরাজুল ইসলামকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।