১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

গঙ্গাচড়ায় প্রাথমিক শিক্ষা অফিসের সভা: প্রধান শিক্ষকদের দায়িত্ববান হওয়ার আহবান ইউএনও'র

আমাদের প্রতিদিন
2 weeks ago
368


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।

উপজেলা শিক্ষা অফিসার নাগমা শিলভীয়া খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউআরসি ইন্সট্রাক্টর সুফিয়া পারভীন, সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিন, খায়রুল আলম, নাসরিন বেগম, রংপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদসহ বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদ হাসান মৃধা প্রধান শিক্ষকদের দায়িত্ববান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্লিপ, রুটিন, ক্ষুদ্র মেরামত বরাদ্দের শতভাগ বাস্তবায়ন করতে হবে। যথাসময়ে শিক্ষকদের আগমন ও প্রস্থান নিশ্চিত করতে হবে। নৈশ্য প্রহরীরা রাতে থাকে না, তারা দিনের বেলায় কাজ করে। নৈশ্য প্রহরীদের সঠিক দায়িত্ব নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ে মুভমেন্ট রেজিস্ট্রার থাকতে হবে এবং প্রধাণ শিক্ষককে মুভমেন্ট রেজিস্টারের ব্যবহার নিশ্চিত করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth