টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে, লাইফ সার্পোটে ৪২ দিন থাকা কুড়িগ্রামের সাদপন্থি সমর্থকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি :
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে লাইফ সাপোর্টে ৪২ দিন চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান সুমন (৩৯) নামের এক তাবলীগ জামায়াতের সাদপন্থি এক সমর্থকের মৃত্যু হয়েছে। তিনি মারাত্মক আহত হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার ভোর রাতে মৃত্যু বরণ করেছেন।
নিহত তাবলীগ জামায়তের সাদপন্থি মিজানুর রহমান সুমনের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে। তিনি ওই এলাকায় ছফুর উদ্দিন প্রামানিকের ছেলে। ছেলের মৃত্যুতে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। সেই সাথে তার মৃত্যুতে আত্মীয় স্বজনসহ ওই এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার জানান, টঙ্গীর তুরাগ তীরের ময়দানে ইজতেমার ময়দানে যান। ২০২৪ সালের ১৭ ডিসেম্বর সেখানে ইজতামার মাঠ দখল নিয়ে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের ও সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে সংঘাতে রক্তাক্ত হয়ে মারাত্মক আহত হন মিজানুর রহমান সুমন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিজানুর রহমান সুমন গুরুতর অসুস্থ হয়ে ৪২ দিন লাইভ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যুর তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম তাবলিক জামাতের সাদপন্থি মুরুব্বি মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মিজানুর রহমান সুমনের মৃত্যুর বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। আর লাশ আগামীকাল কুড়িগ্রামে আনা হবে।
নিহতের বাবা ছফুর উদ্দিন প্রামানিক বাকরুদ্ধ অবস্থায় কান্না জড়িত কন্ঠে ছেলের নির্মম মৃত্যু বিচার চেয়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ফুলবাড়ীর তাবলীগ জামায়তের কর্মীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করবে।