২ ফাল্গুন, ১৪৩১ - ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ - 14 February, 2025

রংপুরে ‘জরায়ু ক্যান্সার প্রতিরোধে করনীয় ও অগ্রগতি’ বৈজ্ঞানিক সেমিনার

আমাদের প্রতিদিন
2 weeks ago
38


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ‘জরায়ু ক্যান্সার প্রতিরোধে করনীয় ও অগ্রগতি’ বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। মঙ্গলবার আজ (২৮ জানুয়ারী) রংপুর প্রাইম মেডিকেল কলেজ মিলনায়তনে অবস্ট্রেট্রিক্যাল এন্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ-ওজিএসবি’র উদ্যোগে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, প্রাইম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুর ইসলাম। ওজিএসবি রংপুরের সভাপতি অধ্যাপক ডাঃ শাহী ফারজানা তাসমিনের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন, ওজিএসবি’র সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ আজিজুল ইসলাম, প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল গোমলা রসুল, অধ্যাপক লায়লা হুসনা বানু, অধ্যাপক, ফেরদৌসী সুলতানাস, অধ্যাপক শারমিন সুলাতানা লাকিসহ অন্যরা।

সেমিনারে জানানো হয়, দেশের ৫ কোটি নারী জরায়ু ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে। এ থেকে উত্তোরণে ৯ থেকে ২০ বছর বয়সী নারীদের ১টি অথবা দুটি এবং ২১ থেকে ৪৫ বছর বয়সী নারীদের ২ ডোজ জরায়ু ক্যান্সার প্রতিরোধী টিকা নিতে হবে। সেই সাথে নারীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিংকের উপর তাগিদ দেওয়া হয়। আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে জরায়ু ক্যান্সার মুক্ত করতে সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয় সেমিনারে। জরায়ু ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এ সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন। এরপর জরায়ু ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth