২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

রংপুরে প্রাথমিক শিক্ষকদের বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
10 months ago
185


মহানগর প্রতিবেদক:

প্রাথমিক শিক্ষকদের এক দফা দাবি ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য আগামী (২২ ফেব্রুয়ারী/২০২৫) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুর বিভাগীয় শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১২টায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আয়োজনে রংপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠানে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজার রহমান মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহিনুর আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভাপতি মোঃ জহিরুল ইসলাম জাফর, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রবিউল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ময়েদুল হক বসুনিয়া তুর্য, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আবু শামীমসহ রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। সমাবেশে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষদের দীর্ঘদিনের দাবি গ্রেড বৃদ্ধি করার কথা বললেও তা বাস্তবায়ন হয়নি বা হচ্ছে না। তারা অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান। প্রাথমিক শিক্ষকদের আগামী ২২ ফেব্রুয়ারী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সকল শিক্ষকদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয় প্রতিনিধি সমাবেশ হতে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth