৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

রংপুরে জামায়াতের জুলাই স্মারকের মোড়ক উম্মোচন

আমাদের প্রতিদিন
1 week ago
23


নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পাশাপাশি রংপুরেও উম্মোচন করা হয়েছে জামায়াতের জুলাই ২০২৪ এর স্মারক দ্বিতীয় স্বাধীনতায় শহিদ যারা গ্রন্থের মোড়ক উম্মোচন।

বুধবার ( ৫ জানুয়ারী) দুপুরে নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে উম্মোচন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালনা পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমীর এটিএম আজম খান, জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর সেক্রেটারী আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, প্রচার সেক্রেটারী এ্যডভোকেট কাওছার আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন, এই স্মারকের মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদদের অমর করে রাখলো জামায়াত। কারণ তাদের জন্যই ফ্যাসিবাদমুক্ত হতে পেরেছে বাংলাদেশ। এসময় তারা জুলাই গণহত্যাকারীদের  দ্রুত গ্রেফতার এবং বিচার শুরুর দাবিও জানান বক্তারা।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth