রংপুরে তানজিমুল উম্মাহ হিফস মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তানযিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত । আজ (১৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজের পিন্নু হোস্টেল খেলার মাঠে কবুতর উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা রংপুর শাখার প্রিন্সিপাল মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইতুসা গ্রুপ ও আল-হেরা ইনস্টিটিউট রংপুর এর চেয়ারম্যান আব্দুস সাত্তার শাহ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুর এর উপাধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোঃ আনোয়ারুল হোসেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত , ভাষার গান, দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এছাড়া লম্বা দৌড়, চকলেট দৌড়, বেলুন ফোটানো সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীবৃন্দ।