রংপুর সদরে পুনাক-এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আঃ রহিম, পাগলাপীর রংপুর:
রংপুরে “বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রংপুর এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেল ৪টায় রংপুর সদরে অবস্থিত সাহাবাজপুর উচ্চ বিদ্যালয় হলরুমে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) রংপুর জেলা সভানেত্রী জনাব রেবেকা সুলতানা তত্ত্বাবধানে ৮০ জন শীতার্ত মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুনাক সভানেত্রী রেবেকা সুলতানা বলেন, আমরা পুলিশের পাশাপাশি পুনাকের পক্ষ থেকে জনগণের পাশে থাকতে চাই। আমাদের সাধ্য ও চেষ্টার সবটুকু দিয়ে মানুষের সেবা করতে চাই।তিনি আরও বলেন, আমরা পুনাকের মাধ্যমে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজের প্রত্যেকের উচিত মানবিক দায়িত্ববোধ থেকে দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসা। এ ধরনের উদ্যোগ শুধু শীতার্ত মানুষের কষ্ট লাঘবই করবে না, বরং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও সহায়তা করবে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। পুনাকের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা সহকারী পুলিশ সুপার, মোছাঃ আসিফা আফরোজ আদুরী সহ পুনাক পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ৷পুনাকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সাবির্ক সহযোগিতা করেছে রংপুর সদর কোতোয়ালি পুলিশ । অনুষ্ঠানের মাধ্যমে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে পুনাক তাদের সামাজিক দায়িত্ব পালনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।