৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

ডোমারে বই পড়া উৎসবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 month ago
124


ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ স্লোগানে বেসরকারি গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বই পড়া উৎসব-২০২৫ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ  সোমবার (১৭ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় শহরের শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার পৌরসভার সাবেক মেয়র ও শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সভাপতি আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু।

বই পড়া উৎসবের আহ্বায়ক ও শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগারের গ্রন্থাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক রওশন রশীদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সহ-সভাপতি সাংবাদিক মোজাফফর আলী, সাধারণ সম্পাদক আনজারুল হক, ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, অর্থ সম্পাদক শ্রী শেখর চন্দ্র সাহা, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ৫৫ জন বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। উল্লেখ্য, গত ৩রা ও ৪ঠা ফেব্রুয়ারী শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের আয়োজনে দুইদিন ব্যাপী বই পড়া উৎসব প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩০টি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth