৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

অন্তর্বর্তী সরকারকে বলবো তাড়াতারি ভোট দেন-মির্জা ফখরুল ইসলাম

আমাদের প্রতিদিন
1 month ago
135


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিন তিনটি ভোট দিতে পারি নাই। ছেলেরাও ভোট দিতে পারেন নাই। আমরা ভোট চাই। মানুষের সরকার চাই, জনপ্রতিনিধি চাই। তিস্তা বাঁচাতে হলে জনপ্রতিনিধির দরকার। এই সরকারকে বলবো তাড়াতারি ভোট দেন। ভোট দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করেন।

সোমবার সন্ধার দিকে তিস্তার পানি ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের কাউনিয়ায় রেলসেতু পয়েন্টে দুইদিনের লাগাতার অবস্থান কর্মসূচী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৫ বছর হাসিনার আওয়ামীলীগ বলেছিল তিস্তার পানি এনে দিবে। ভারত বড় ভাই হয়, মোক দিয়ে দিবে। দেয়নি ভারত টকাইছে। কিন্তু টকাইছে আসলে হাসিনা। বাংলাদেশের মানুষকে হাসিনা টকাইছে। যখন সব দিছে ডাং একখান তখন ভারতের দিল্লিতে পালাইছে। ওই হাসিনাকে আর যেন ফিরে আসতে না হয়। হাসিনাকে যেন ফিরে আসতে না দেই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু তিস্তা নয়, তিস্তা সহ আরো ৫৪টি নদী আছে। সব নদীর উজানে ভারত বাঁধ দিয়ে বিদু্যুতসহ বিভিন্ন কাজ করছে। আর আমরা না খেয়ে মরি। এই তিস্তার ওপর জীবিকা নির্বাহ করি আমরা। কিন্তু ভারত অতন্ত চক্রান্ত করে উজানে বাধ দিয়ে পানি আটকে দিয়েছে। যখন পানির দরকার নাই। ভারত তখন পানি ছেড়ে দেয়, বানে সব ভেঙ্গে নিয়ে যায়। এই অন্তর্বর্তী সরকারকে পরিস্কার ভাষায় বলতে চাই। তিস্তার পানির জন্য এখনেই কথা বলুন, দাবী আদায় করেন। তা না হলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেন। নির্বাচন দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে আজকে পাচ জেলার লাখ লাখ মানুষ এক হয়েছে। আসনু আমরা ঐক্যবদ্ধ হয়ে সবার স্বার্থে পানির ন্যায্য হিস্যা আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব।

কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসার সভাপতিত্বে তিস্তার পানি ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কাউনিয়ায় রেলসেতু পয়েন্টে দুইদিনের লাগাতার অবস্থান কর্মসূচীতে আরো বক্তব্য দেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা বেবী নাজনীন, বিপ্লবী ওয়ার্কাস পাটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি (জেপির) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর ইসলাম লাকু প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth