“জাগো বাহে তিস্তা বাঁচাই” আন্দোলন বৃথা যাবে না- তারেক রহমান

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা, নীলফামারী:
তিস্তা নদীর পানি ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে ১৭ ও ১৮ ফেব্রুয়ারী তিস্তা ব্যারেজে সহ ১১ টি পয়েন্টে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি শেষ হয়েছে। 'জাগো বাহে তিস্তা বাঁচাই' শ্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন এ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ১১ টি পয়েন্টে ১১৫ কিলোমিটার তিস্তা নদীর তীরে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন পাঁচ জেলার স্থানীয় সাধারন মানুষ। অবস্থানে রাত্রিযাপনসহ সেখানেই রান্না ও লোকসঙ্গীতের আয়োজন করেন আয়োজকরা। এছাড়াও তারা তিস্তার অবস্থা বিশ্ববাসীকে জানাতে রাতে হাজার হাজার মশাল জ্বালান। তিস্তাপাড়ের মানুষ এ আন্দোলনে অংশ নিয়ে তিস্তার করুণ কাহিনী বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। দাবী একটাই তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যাসহ তিস্তায় স্থায়ী বাঁধ ও নদী খনন।
জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দেলনে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মানুষ তিস্তার বিভিন্ন পয়েন্ট আসা শুরু করেছে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচিতে শেষ দিনে বিনপির স্থায়ী কমিটির সদস্য শ্রী গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন। সেই সাথে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জনগনের উদ্দেশ্যে বলেন, তিস্তার নায্য হিস্যার দাবীতে আপনাদের এ আন্দোলন বৃথা যাবে না। নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার সাধারন মানুষেরা দীর্ঘদিন ধরে তিস্তার পানি বৈষ্যমের শিকার । আওয়ামীলীগ সরকারের কাছে বিগত দিনে উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য হিস্যার দাবী জানিয়ে আসছিল। প্রতিবেশী দেশ ভারতের কাছে তৎকালীন আওয়ামীলীগ সরকার দাবী আদায় করতে পারেনি বরং প্রতিবেশী দেশ ভারতের কোনঠাসা হয়ে ছিল আওয়ামীলীগ সরকার। ছাত্র জনতার আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভূত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করার পরিকলল্পনা হাতে নিয়েছে। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপি সভাপতি আ,ম,খ আলমগীর সরকার, সাধারণ সম্পাদক মো. জহরুল আলম, নীলফামারী জেলার যুব দলের সভাপতি এ এইচ এম সাইফুল ইসলাম রুবেল, সাধারন সম্পাদক মোঃ শাহাদত হোসেন চৌধুরী,ডিমলা উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ উল ইসলাম (লিটন), সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানী প্রধানসহ প্রমূখ ।