৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

মিঠাপুকুরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমাদের প্রতিদিন
1 month ago
67


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে ব্যবসায়ির বিরুদ্ধে হিন্দুদের জমি দখল এবং বসতবাড়ি উচ্ছেদসহ নিজেদের সংখ্যালঘু দাবি করে মিথ্যা অপবাদ এবং অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০-ফেব্রুয়ারি) দুপুর ২ টার সময় মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী ডাবরা রোডস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ি আক্তারুজ্জামান সোহাগ বলেন, আমার বাবা আমজাদ হোসেন, ১৯৯৮ সালে কল্পনা রানীর কাছ থেকে বিনিময় দলিল মূলে সাড়ে তেরো শতাংশ জমি প্রাপ্ত হয়ে ভোগদখল করেন। ভোগদখল কালে সাড়ে চার শতাংশ জমি তিনি মোজাম্মেল হোসেনের কাছে বিক্রি করেন। জমি ভোগদখল কালীন আমার বাবার নামে আর-এস রেকর্ড সম্পূর্ণ হয়। আমার বাবা মৃত্যুর পূর্বে ৮/৬/২০১৪ ইং তারিখে আমার নামে উক্ত সম্পত্তি হেবা দলিল করে দেন। আমি সেখানে পাকা বাউন্ডারি দিয়ে স্থাপনা নির্মাণ করে বসবাস করিয়া আসতেছি। কিন্তু আদালতে প্রফুল্ল কুমার সাহা একটি অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। যেখানে আদালত আমাকে কাজ বন্ধ করার কোনো নির্দেশনা দেয়নি। আদালত ২০ কার্যদিবসের মধ্যে আমাকে জবাব দিতে বলেছে। আমি আদালতে জবাব দেওয়ার পূর্বে প্রফুল্ল কুমার সাহা গুজব আর অপবাদ রটাচ্ছে।

এ সময় আক্তারুজ্জামান সোহাগ আরো বলেন, প্রফুল্ল কুমার সাহা একজন ভন্ড প্রতারক এবং পরধনলোভী মানুষ। সংখ্যালঘু আর সংখ্যাগুরু শব্দটি ব্যবহার করে সে দেশ এবং জাতীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমার পৈতৃক সম্পত্তি আমি রক্ষা করতে গিয়ে আমাকে সে ভূমিদস্যু সাজিয়ে বিভিন্নভাবে হেনস্তা করার চেষ্টা করছে। প্রফুল্ল কুমার সাহার সমস্ত অভিযোগ ভিত্তিহীন। সে দেশের সার্বিক পরিস্থিতির সূযোগ নিয়ে বিশেষ সুবিধা আদায়ে লিপ্ত । এসময় তিনি আইনশৃংখলা বাহিনীকে সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন জমির মালিক মোজাম্মেল হোসেন, সাইফুল ইসলাম সর্দার, সোয়াইব সর্দার, শ্রীমতি কল্পনা রানী সাহা।

অভিযোগের বিষয়ে জানতে প্রফুল্ল কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সোহাগের বৈধ কাগজপত্র নাই। সে কথিত কল্পনা রানীর দলিল দেখিয়ে আমার জমি দখল করেছে। এ বিষয়ে মিঠাপুকুর থানার (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ তৎপর আছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth