৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

পীরগাছায় হিজবুত তাওহীদ ও এলাকাবাসীর সংঘর্ষে আহত ১৫, অগ্নিসংযোগ ও ভাঙচুর

3 weeks ago
77


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় হিজবুত তাওহীদ নামে একটি সংগঠনের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। উত্তেজিত জনতা সংগঠনটির সদস্যদের ৪টি বাড়ি, ২৫টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও ৩টি বাড়িতে ভাঙচুর চালিয়েছে। 

আজ (২৪ ফেব্রুয়ারি) সোমবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ (ছিদাম) এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা এবং অতিরিক্ত পুলিশ সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৭ জনকে আটক এবং ২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার জিল্লাল হোসেন, তসলিম উদ্দিন, মুসলিম উদ্দিন, আব্দুল কুদ্দুস শামীম, কালা মিয়া ও লাল চান মিয়া দীর্ঘদিন ধরে হিজবুত তাওহীদের সঙ্গে সম্পৃক্ত। সংগঠনটির কর্মীরা আগামী ২৫ ফেব্রুয়ারি বড় ধরনের সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। 

এরই মধ্যে গতকাল সোমবার সকালে আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে ৩০-৩৫ জন বহিরাগত ব্যক্তির সমাগম ঘটে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী সেখানে গিয়ে বাঁধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যেখানে কমপক্ষে ১৫ জন আহত হন। 

এ সময় উত্তেজিত জনতা হিজবুত তাওহীদের সদস্যদের ৪টি বসত বাড়ি এবং ২৫টি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন ঘটনাস্থলে পৌঁছান। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রংপুর থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স এনে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। 

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক সুমন বলেন, আগামীকাল (মঙ্গলবার) হিজবুত তাওহীদের একটি সমাবেশ হওয়ার কথা ছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং সংঘর্ষের সূত্রপাত ঘটে। বর্তমানে পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) আসিফা আফরোজ আদরী বলেন, হিজবুত তাওহীদের প্রায় ৩০-৩৫ জন সদস্য আজ সকালে ওই এলাকার একটি বাড়িতে গোপন বৈঠকের চেষ্টা করছিল। এ সময় স্থানীয়রা বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth