কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে সোমবার বিকালে দেশব্যাপি সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব, মব জাস্টিস, নারী নিপীড়ন, ধর্ষণ এবং ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্ব্বোচ্চ বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় প্রেস ক্লাবের সামনে বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রী, জনতা অংশগ্রহণ করে। আধা ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে বক্তব্য রাখেন উপজেলা শিবিরের সভাপতি মুজাহিদ, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি শিব্বির আহম্মেদ, জাতীয় নাগরিক কমিটির সংগঠক আব্দুল কাইয়ুম, নাজমুল, রিসাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুজাইন, গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি উদার, মানবিক স্বেচ্ছাসেবক এ বি মালেক প্রমুখ। পরে তারা উপজেলার প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল করে।