৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

জামায়াত অফিস ভাংচুরের মামলায়-গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা  শাহীন গ্রেপ্তার

আমাদের প্রতিদিন
2 weeks ago
53


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার  গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রধান শাহীনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ৩ টার দিকে উপজেলার শ্রীমুখ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে উপজেলা জামায়াতে ইসলামীর অফিস ভাংচুরের মামলাসহ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার শাহীন প্রধান উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়া কচুয়া গ্রামের মৃত্যু আব্দুল লতিফ প্রধানের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার এসআই আনিসুজ্জামান বলেন, গত ৫ আগস্টে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে তৌহিদুল ইসলাম প্রধান শাহীন আত্মগোপনে ছিলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শ্রীমুখ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম শাহীনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে উপজেলা জামায়াত অফিসে হামলা চালিয়ে ভাংচুরসহ  একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি ।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth