কুড়িগ্রাম জেলা সমবায় কার্যালয়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা সমবায় কার্যালয়ের ২০২৪- ২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় তথ্য অধিকার কর্মপরিকল্পনার সূচক (২.২) বাস্তবায়নের লক্ষ্যে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক স্টেক হোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫মার্চ বুধবার দুপুরে জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে কল্যানী নারী কল্যাণ সমবায় সমিতি লি.এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা,জেলা সমবায় অফিসার আতিকুর রহমান,সদর উপজেলা সমবায় অফিসার সৈফুর রহমানসহ মহিলা সমবায় সমিতির সদস্যবৃন্দ।
কল্যাণী নারী কল্যাণ মহিলা সমবায় সমিতির লিমিটেডের উৎপাদিত পণ্য সমবায় সমিতির স্যানিটারি ন্যাপকিন, বেল্ট সহ মহিলা ও বাচ্চাদের জামা-কাপড় উৎপাদিত পণ্য পরিদর্শন করেন অতিথিবৃন্দগণ।