৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

রৌমারী সীমান্তে ইয়াবাসহ যুবক আটক

2 weeks ago
74


রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মো. শামছুল আলম।

আটক ব্যক্তি হলেন, উপজেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে নাহিদ আহমেদ (৩২)। শামছুল আলম বলেন, বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টায় রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৬২-৬এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাটিয়ামারী এলাকা থেকে নাহিদ আহমেদ নামের এক মাদককারবারিকে আটক করে মোল্লারচর সীমান্ত ফাঁড়ীর টহলরত সদস্যরা।

এসময় ৯২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইল, ২টি সীম কার্ড, ১টি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে রৌমারী থানায় মামলার মাধ্যমে তাকে সোপর্দ করা হয়েছে।

রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী বলেন, বিজিবি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে নাহিদ আহমেদ নামের এক যুবককে থানায় সোপর্দ করেছেন। আসামী নাহিদকে কুড়িগ্রাম আদালতে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth